প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

দীপ্ত ভোর যেমন আশার আলো নিয়ে জেগে ওঠে, তেমনি কাচুয়া উচ্চ বিদ্যালয়টির জন্ম ২০০৭ সালে স্থানীয় শিক্ষানুরাগী ও জনহিতৈষী ব্যক্তিবর্গের স্বপ্ন ও সহানুভূতির ছায়ায়।

এই বিদ্যালয়ের বীজ রোপিত হয়েছিল কাচুয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির মহতী দুই সন্তান—জনাব মোঃ জামাল উদ্দিন চৌধুরী (প্রাক্তন প্রকৌশলী) এবং প্রয়াত জনাব মোঃ আব্দুল হান্নান চৌধুরী সাহেব—যাঁরা প্রায় ১৩০ শতাংশ জমি অকাতরে দান করে এক শিক্ষাবৃক্ষের শেকড় মজবুত করেন।

ছায়া ডাকা, পাখিডাকা প্রকৃতির উদার অঙ্গনে এই বিদ্যালয়টি যেন জ্ঞানের এক শান্ত নিবাস। চুনারুঘাট-বাল্লা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সে যেন পথিকের চোখে পড়ে এক দীপ্ত বাতিঘরের মতো, যে আলো বিলায়, পথ দেখায়।

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আবু তাহের, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, ছিলেন এই অভিযাত্রার দৃঢ় নাবিক। তাঁর নেতৃত্বে এবং এলাকাবাসীর নিরন্তর ভালোবাসা, ঐক্য ও ত্যাগের ফলে বিদ্যালয়টি অল্প সময়েই এমপিওভুক্ত হয়; যেন অঙ্কুর থেকে বৃক্ষ হয়ে ওঠার এক বাস্তব গল্প।

আজ এই বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি স্বপ্ন, যা শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে বিশ্বমানের সুনাগরিক তৈরি এবং মানবিক মানুষ গড়ার প্রত্যয় নিয়ে বিদ্যালয়টি একঝাঁক তরুণ শিক্ষক নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতির বাণী

image-not-found

<<<<<<সভাপতির বাণী>>>>>>>
শিক্ষা শুধু আলোকিত জীবনের চাবিকাঠি নয়, এটি এক মানবিক বিপ্লবের সূচনা। কাচুয়া উচ্চ বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর মাঝে মানবতা, নৈতিকতা ও জ্ঞানের বীজ বপনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে।

আমরা স্বপ্ন দেখি—এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা শুধু পাস নয়, তারা চিন্তা করবে, গড়বে, নেতৃত্ব দেবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা এই অভিযাত্রার পাথেয়।

মোঃ মাহিদুল ইসলাম
সভাপতি, (এডহক কমিটি) কাচুয়া উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
"পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।"
(সূরা আল-আলাক: ১)

"শিক্ষা মানুষের আত্মার আলো, যা কেবল পুস্তকেই সীমাবদ্ধ নয়,এটি মনুষ্যত্বের উত্তরণ, সভ্যতার বর্ণিল প্রদীপ,জীব সত্তার ঘর থেকে মানবসত্ত্বার ঘরে পদার্পণ করার একমাত্র বাহন। আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনশীল; প্রযুক্তির গতি, নৈতিক অবক্ষয় এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন সুশিক্ষা, সুসংস্কৃতি এবং সময়োপযোগী চিন্তাচেতনা।

কাচুয়া উচ্চ বিদ্যালয় শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একাডেমিক পাঠশালা নয়, এটি একটি মানবিক ও সৃজনশীল মানুষ গড়ার ক্ষেত্র। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই একটি সম্ভাবনার পৃথিবী লুকিয়ে আছে—আমাদের দায়িত্ব সেই সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া।

আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা হোক সৎ, সাহসী, মমতাবান ও প্রযুক্তিনির্ভর। তারা যেন কেবল তথ্য নয়, উপলব্ধিও অর্জন করে। আমাদের শিক্ষাদান হবে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে নয়—চিন্তা, চেতনা, ও চর্চার এক বিশুদ্ধ ধারায় প্রবাহিত।

প্রিয় অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আপনাদের আস্থা ও সহমর্মিতাই আমাদের অগ্রযাত্রার প্রেরণা। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নময় শিক্ষাঙ্গন, যেখানে জ্ঞান, নৈতিকতা এবং মানবতা একসাথে বিকশিত হয়।

"আলোকিত মন আর আলোকিত সমাজ গঠনের জন্য—আজও শিক্ষা সবচেয়ে বড় হাতিয়ার।"

ধন্যবাদ ও শুভকামনা।
মো:সারোয়ার হোসেন
প্রধান শিক্ষক,
কাচুয়া উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট, হবিগঞ্জ।